শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৬:২৬:৩৪

‌‘অনেকদিন ধরে ধানের শীষ দেখে না মানুষ’

 ‌‘অনেকদিন ধরে ধানের শীষ দেখে না মানুষ’

ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, দেশের মানুষ অনেকদিন ধরে ধানের শীষ দেখে না। মানুষ ধানের শীষের কথা ভুলে গেছে। এবার পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় ধানের শীষ দেখতে পাবে মানুষ। এ সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচন কমিশন নির্বাচন করে, সরকার করে না। আমাদের কথাও শোনে না নির্বাচন কমিশন। আমার মনে হয়, ভালো নির্বাচন হবে। জাতীয় নির্বাচনের আলোকেই পৌর নির্বাচন হবে। এসময় তিনি এমপি-মন্ত্রীদের পৌর নির্বাচনে দলের পক্ষে প্রচার-প্রচারণার সুযোগের দাবি জানান। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বেশির ভাগ দলের প্রধানরাই এমপি-মন্ত্রী। বেগম খালেদা জিয়ারও একটা স্ট্যাটাস আছে। ইনু তো গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিটিভির মালিকই। মেনন সাহেবেরও তো একটা দল আছে। এরশাদ সাহেবেরও কিছু একটা আছে। এসব বিবেচনা করেই একটা লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে। পাকিস্তানের সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান এখন একটা নষ্ট ভ্রষ্ট দেশে পরিণত হয়ে গেছে। এরা ভালো কিছু কীভাবে বলবে? পাকিস্তান থেকে আমাদের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার তুলে নিতে হবে। এসময় তিনি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ১৪ জন্য হত্যার কথা তুলে ধরেন। সুরঞ্জিত বলেন, আমাদের আর আগের দিন নেই। এখন আমাদের কথা বলার সুযোগ আছে। বাংলাদেশে জঙ্গিবাদের জিরো টলারেন্স। এখন আপনাদের নিয়েই আমরা কথা বলতে পারব। সুতরাং আমাদের নিয়ে কথাবার্তা বলায় সাবধান হয়ে যান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পদক হুমায়ুন কবির মিজি। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী। ৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে