শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৬:৩১

‌‘যেখানে রিকশাও চলেনি, সেখানে বিমান নামানো যাবে’

 ‌‘যেখানে রিকশাও চলেনি, সেখানে বিমান নামানো যাবে’

নিউজ ডেস্ক : ‘আগে যেখানে রিকশা নিয়ে যাওয়া যেত না, হেঁটে যাওয়া যেত না সেখানে এখন প্লেন ল্যান্ড করানো যাবে। কারওয়ান বাজারের ভেতরের রাস্তা দিয়ে এখন ট্রাক চালানো যাবে। আমিনবাজার ও গাবতলীতেও শৃঙ্খলা আনা প্রয়োজন। যেখানে রিকশাও চলে না, উদ্যোগ নিলে সেখানে বিমান নামানো যায়’। আজ গণমাধ্যমকে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। আনিসুল হক বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বদলে গেছে তেজগাঁও সাতরাস্তা থেকে ফার্মগেট ও কারওয়ান বাজার যাওয়ার রাস্তার চিত্র। রাজধানীর যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে বেশ কিছু জায়গায় অভিযান চালানো হবে। তেজগাঁও শিল্প এলাকা ও বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজারের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সড়কটিতে আগে ভয়াবহ যানজট লেগেই থাকতো। যানজটের কারণে সেখানকার রেলগেটে ঘটেছে দুর্ঘটনা। টার্মিনাল থেকে গাড়ি বের করতে লেগেছে দীর্ঘ সময়। মেয়র আনিসুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ট্রাক টার্মিনালের নির্মাণকাজ শুরুতে পরিস্থিতি বদলে গেছে অনেকটাই। আনিসুল হক বলেন, আগে যেখানে রিকমা নিয়ে যাওয়া যেত না, হেঁটে যাওয়া যেত না, এখন বিমানও অবতরণ করানো যাবে। এদিকে স্থায়ীভাবে ট্রাক টার্মিনালের নির্মাণকাজ শুরু হওয়ায় শ্রমিক নেতারাও বেশ খুশি। তেজগাঁও জাতীয় শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ সামসুল হক বলেন, আমাদের দাবি ছিল ট্রাক টার্মিনালের। স্বরাষ্ট্রমন্ত্রী ও মেয়র আনিসুল হক এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের বর্তমান চিত্র দেখে সাধারণ মানুষও বেজায় খুশি। তাদের কয়েকজনের বক্তব্য, এমন মেয়রই তো আমরা চাই, যিনি নীতির কাছে নতি স্বীকার করেন না। রাস্তাটি যানজটমুক্ত হওয়ায় মেয়র সাহেবকে ধন্যবাদ। এ ধরনের উদ্যোগে বদলে যাবে ঢাকা। ৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে