শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫২:৪৫

এবার ফেসবুক খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

এবার ফেসবুক খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক : এবার ফেসবুক খুলে দেয়ার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন পালন করেছেন নানা শ্রেণির ব্যবসায়ীরা। ফেসবুকের মাধ্যমে ব্যবসা করেন এরকম নানা শ্রেণীর ব্যবসায়ীরা শুক্রবার মানববন্ধন করেন। দু’সপ্তাহেরও বেশি সময় ধরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সরকার ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে রেখেছে। ফেসবুকের মাধ্যমে যারা ব্যবসায়িক লেনদেন করেন তারা বলছেন, এরই মধ্যে তাদের কয়েক লখি টাকার ক্ষতি হয়েছে। ‘ফ্রি ফেসবুক-ইন বাংলাদেশ’ এ দাবি নিয়ে শাহবাগের জড়ো হন ব্যবসায়ীরা। তাদের মধ্যে অনেকই বই বিক্রেতা আবার অনেকেই পোশাক বিক্রি করেন ফেসবুকে। ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশে ফেসবুক বেশ জনপ্রিয় হওয়ায় এটাকে অনেকেই ব্যবহার করছেন অনলাইন ব্যবসার মাধ্যম হিসেবে। ইফতেখার আহমেদ- বইনিউজ.কম নামে একটি পেজ তৈরি করে ফেসবুকের মাধ্যমে বই বিক্রি করেন তিনি। তিনি বলেছেন, আমরা প্রতি মাসে লক্ষাধিক টাকার বই শুধু ফেসবুকের মাধ্যমে বিক্রি করি, এভাবে আর কয়েকদিন বন্ধ থাকলে আমাদের প্রচুর ক্ষতি হবে। কেউ কেউ ব্যবসার একটি নাম দিয়ে ফেসবুক পেজ তৈরি করে, সেই পেজে নির্দিষ্ট পণ্যের ছবি, দাম লিখে দেন। আগ্রহী ক্রেতারা সেই পেজে লিখে দেন পণ্যটি তিনি কিনতে চান। পরের ২৪ ঘণ্টার মধ্যেই ক্রেতার ঠিকানায় পৌঁছে যায় পণ্যটি । ঢাকার মিরপুরের ব্যবসায়ী সাঈদ উজ্জ্বল, ফেসবুকে ‘সাদাসিধা’ নামে একটি পেজে বছরখানেক ধরে পোশাক বিক্রি করেন। প্রতিমাসে পোশাক বিক্রি করে তার আয় প্রায় দুই লাখ টাকা। তিনি বলেন, দু’জন কর্মচারী আছে, যারা ডেলিভারির কাজ করে। বিক্রি একদম বন্ধ। এখন কর্মচারীদের বেতন দেয়া কষ্ট হচ্ছে। দুই সপ্তাহে ক্ষতি হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। ফেসবুকে শুধু যে বই-পোশাক কেনাবেচা হচ্ছে তাই না, প্রতিদিনকার কাঁচাবাজার থেকে শুরু করে নানা প্রসাধনী ও ইলেকট্রনিক্স পণ্য কেনারও সুযোগ তৈরি করেছেন অনেকে। ফেসবুক খোলা থাকার সময় অনেক ক্রেতা আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু হঠাৎ করেই ফেসবুক বন্ধ হয়ে যাওয়ায় তাদের পণ্যগুলো এখনো পড়ে রয়েছে। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখের মত। ফেসবুকে নানা পণ্যের বিক্রির এমন পেজের সংখ্যা কয়েক হাজার। জাহিদ হাসান নামে একজন ফেসবুক ব্যবসায়ী বলেছেন, সরকার ফেসবুক খোলা রেখেও নিরাপত্তা দিতে পারতো। ফেসবুকের মাধ্যমে কেনাবেচা শুধু যে রাজধানীভিত্তিক তা নয়, ঢাকার বাইরে অনেকে এর মাধ্যমে ব্যবসা করেন, আবার দেশের বাইরে থেকে অর্ডার আসলে সেগুলো তারা দ্রুততম সময়ের মধ্যে পাঠিয়ে দেন। ৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে