শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ১০:০৯:১৯

শ্যানন ঢাকায় আসছেন

শ্যানন ঢাকায় আসছেন

নিউজ ডেস্ক : মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তা কাউন্সিলর থমাস এ শ্যানন আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। তার সঙ্গে আসতে পারেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও। দু’দিনের সফরে আগামী ১২ ডিসেম্বর তারা ঢাকায় পৌঁছাবেন বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে । আগামী বছরের প্রথমদিকে রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে পদোন্নতি পেয়ে ওয়েন্ডি শেরম্যানের স্থলাভিষিক্ত হবেন কাউন্সিলর শ্যানন। এরপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন তিনি। গতমাসে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সফল টিকফা বৈঠক হয়েছে এবং মার্কিন কোম্পানিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। শুধু তাই না, বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের বিষয় জানতে চেয়েছেন তিনি। সফরকালে তিনি পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, নিশা দক্ষিণ এশিয়া অনুবিভাগের প্রধান এবং সেজন্য তার অধীনের দেশগুলো তিনি ধারাবাহিকভাবে সফর করেন, এটি তার অংশ। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে গতিশীল রাখার কাজটি তিনি ওয়াশিংটনে বসে করেন। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে