শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৮:১৩

নারীদের জন্য দারুণ সুখবর

নারীদের জন্য দারুণ সুখবর

ঢাকা : ফের দাম কমলো স্বর্ণের। এক মাসেরও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে স্বর্ণের দাম ভরিপ্রতি (২২ ক্যারেট) ১,২২৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গ্রাহককে এখন ৪১,২৯০ টাকা দিতে হবে। শনিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ৯ নভেম্বরও সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১,২২৫ টাকা কমানো হয়েছিল। তখন এক ভরি সোনার দাম ছিল ৪২ হাজার ৫১৫ টাকা। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ৩,৫৪০ টাকায় বিক্রি হবে। ১১.৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়বে ৪১,২৯০ টাকা। শুক্রবার পর্যন্ত প্রতি গ্রাম এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৩,৬৪৫ টাকায়। এক ভরির দর ছিল ৪২,৫১৫ টাকা। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৩৯,১৯১ টাকায় (প্রতি গ্রাম ৩,৩৬০ টাকা) বিক্রি হবে। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৩২,৫৪২ টাকায় (প্রতি গ্রাম ২,৭৯০ টাকা)। আর সনাতন পদ্ধতির ভরি বিক্রি হবে ২১,৪৬২ টাকায় (প্রতি গ্রাম ১,৮৪০ টাকা)। শুক্রবার পর্যন্ত ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৪০,৪১৫ টাকায় বিক্রি হয়। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয় ৩৩,৪১৭ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২২,৬৮৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা শনিবার থেকে বিক্রি হবে ৮৭৫ টাকায়। টানা দু’বার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরো কম। শনিবার আন্তর্জাতিক বাজারে এক আউন্স (২.৪৩০৫ ভরি) সোনার দাম ১০৮৫ ডলার বা ৮৬,৮৬৪ টাকা। এ হিসাবে এক ভরি সোনার দাম পড়বে ৩৫,৭৩৯ টাকা। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে