নারীরা এগিয়ে
পাবনা : সারাদেশের ন্যায় আগামী ৩০ ডিসেম্বর পাবনা জেলাসদরসহ ঈশ্বরদী, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সুজানগর, সাঁথিয়ায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাত পৌরসভায় মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২৫ জন। গত নির্বাচনের সময়ে এই সাত পৌরসভায় মোট ভোটার ছিল ২ লাখ ২ হাজার ৫৪৯ জন। পাবনার এই সাত পৌর এলাকায় ভোটার সংখ্যায় পুরুষের তুলনায় নারীরা বেশি।
এখানে গত ৫ বছরের ব্যবধানে সাত পৌরসভায় ভোটার বৃদ্ধি পেয়েছে ২৭ হাজার ৩৭৬ জন। এরমধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি।
নির্বাচনকে ঘিরে পৌর এলাকার শহরসহ পাড়া মহল্লায় মনোনয়নপত্র চূড়ান্তের আগেই বইতে শুরু করেছে ভোট প্রার্থনা। তবে কৌশলী মেয়র, কাউন্সিলর আর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীরা ছুটছেন নারী ভোটারের দারে। পৌরবাসীর সকল সুযোগ সুবিধার বিষয় উল্লেখ করে সাধারণ ভোটারদের কাছ থেকে চাইছেন ব্যক্তি বিশেষের ভোট। কারণ এখনও তারা নির্বাচনের নির্ধারিত প্রতীক পাননি। তবে প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি প্রচার প্রচারণার পর সম্ভাব্য দল থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা নৌকা আর ধানের শীষের প্রতীকেই ভোট প্রার্থনা করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাবনা পৌরসভায় ১৫টি সাধারণ ওয়ার্ড আর ৫টি সংরক্ষিত ওয়ার্ড মিলে মোট ভোটার ১ লাখ ২০৩ জন। পুরুষ ৪৮ হাজার ৭৪৭ জন, নারী ৫১ হাজার ৪৫৬ জন। গত নির্বাচনের সময়ে এই পৌরসভায় মোট ভোটার ছিল ৮৯ হাজার ৭৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৬৩৩ জন, নারী ভোটার ৪৬ হাজার ১২৩ জন। গত ৫ বছরের চেয়ে এবারে নারী পুরুষ মিলে ১০ হাজার ৪৪৭ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। এতে নারী ভোটারের পরিমাণ বেশি।
ঈশ্বরদী পৌরসভায় ৯টি সাধারণ ওয়ার্ড আর ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৪৯ হাজার ৯৯০ জন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৮৯৬ জন , নারী ২৫ হাজার ৯৪ জন। গত নির্বাচনের সময়ে এই পৌরসভায় মোট ভোটার ছিল ৪৩ হাজার ৬১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৫৫১ জন এবং নারী ভোটার ২২ হাজার ৬৭ জন। গত ৫ বছরের চেয়ে এবারে নারী পুরুষ মিলে ৬ হাজার ৩৭২ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। এতে নারী ভোটারের পরিমাণ বেশি।
চাটমোহর পৌরসভায় ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ১০ হাজার ৮৩১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৩৫১ জন আর নারী ভোটার ৫ হাজার ৪৬২ জন। গত নির্বাচনের সময়ে এই পৌরসভায় মোট ভোটার ছিল ৯ হাজার ৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ৪ হাজার ৪৫৯ জন আর নারী ভোটার ছিল ৪ হাজার ৬১৭ জন। গত ৫ বছরের ব্যবধানে এই পৌরসভায় নারী পুরুষ মিলে ১ হাজার ৭৫৫ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে নারী ভোটার বেশি।
ভাঙ্গুড়া পৌরসভায় ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ১৪ হাজার ১৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ২১ জন আর নারী ভোটার ৭ হাজার ১১১ জন। গত নির্বাচনের সময়ে এই পৌরসভায় মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৭৭৬ জন আর নারী ভোটার ৫ হাজার ৯৫২ জন। গত ৫ বছরের ব্যবধানে এই পৌরসভায় নারী পুরুষ মিলে ২ হাজার ৪০৪ জন ভোটার বৃদ্ধি হয়েছে। এদের মধ্যে নারী ভোটার বেশি।
ফরিদপুর পৌরসভায় ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ১০ হাজার ১৭৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯৯৯ জন আর নারী ভোটার ৫ হাজার ১৭৫ জন। গত নির্বাচনের সময়ে এই পৌরসভায় মোট ভোটার ছিল ৮ হাজার ৮৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৩২২ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৫৩০ জন। গত ৫ বছরের ব্যবধানে এই পৌরসভায় ১ হাজার ৩২২ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে নারী ভোটার বেশি।
সুজানগর পৌরসভায় ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ১৭ হাজার ৬০১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯২৪ জন আর নারী ভোটার ৮ হাজার ৬৭৭ জন। গত পৌর নির্বাচনে এই পৌর এলাকায় মোট ভোটার ছিল ১৫ হাজার ১৩৭ জন। এর মধ্যে ৭ হাজার ৩৫৪ জন পুরুষ আর ৭ হাজার ৭৮৩ জন নারী। গত ৫ বছরের ব্যবধানে এই পৌরসভায় ৮ হাজার ৬৭৭ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। তবে গতবারে এই পৌরসভায় নারী ভোটারের সংখ্যা বেশি থাকলেও এবারের ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি।
সাঁথিয়া পৌরসভায় ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ২৬ হাজার ৯৯৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮০৪ জন আর নারী ভোটার ১৩ হাজার ১৯০ জন। গত নির্বাচনের সময় এই পৌরসভায় মোট ভোটার ছিল ২৪ হাজার ৩৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটর ছিল ১২ হাজার ৩২৭ জন এবং নারী ভোটার রয়েছে ১২ হাজার ৫৫ জন। গত ৫ বছরের ব্যবধানে ২ হাজার ৬১২ জন ভোটার বৃদ্ধি হয়েছে। এই পৌরসভায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি।
৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ