শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩২:১৯

‘পোলাও-মাংস খেয়েও পরিবর্তন আসেনি খালেদার’

‘পোলাও-মাংস খেয়েও পরিবর্তন আসেনি খালেদার’

ঢাকা : বিএনপি-জামায়াত ঠেকাতে নির্বাচন হালকাভাবে নিলে চলবে না। যারা দলীয় নির্দেশ না মেনে স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন তাদের বুঝিয়ে দলে ভিড়াতে হবে। শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলার জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জামায়াত অনিবন্ধিত একটি উগ্র জঙ্গিবাদী যুদ্ধাপরাধীর দল। বিএনপি-জামায়াত জোট যতদিন থাকবে ততদিন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের জন্য হুমকি হয়ে থাকবে। তিনি বলেন, নির্বাচনে যারা দলীয় নির্দেশ মানেনি তাদের বুঝান, বুঝালেই বুঝবে। এতে দলের বিশৃঙ্খলা অনেক কমে যাবে। নির্বাচনে আমাদের জয়লাভ সহজ হবে। বিএনপির উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরি ও মুজাহিদ যুদ্ধাপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চেয়েছিলেন। আমরা মনে করছিলাম, এ থেকে বিএনপি শিক্ষা নেবে। জামায়াতকে বাদ দিয়ে দলটি নির্বাচনে আসবে। তিনি বলেন, আমরা মনে করিনা বিএনপি যুদ্ধাপরাধীদের দল। এরপরও বিএনপি জামায়াতের ২৯ জন প্রার্থীকে সমর্থন করছে। তাদের জোট তারা বজায় রেখেছে। যারা যুদ্ধাপরাধী, জঙ্গিবাদীদের সাথে জোট করে তারা কখনো গণতান্ত্রিক দল হতে পারে না। খালেদা জিয়ার উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া বিদেশ গিয়ে যেভাবে পোলাও-মাংস খেয়ে এলেন, ভাবলাম কিছুটা উন্নতি হবে। কিন্তু তার বিপরীত হয়েছে। উনার কোনো পরিবর্তন হয়নি। জামায়াত থেকে আপনাদের আলাদা করা যায় না। বিএনপি নেতা গয়েশ্বরের দেয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, গয়েশ্বর কয় তারা নাকি ভোট বেশি পাবে। জামায়াতকে সাথে নিয়ে যেভাবে আছেন তাতে ভোট কমবে না, সবিনয়ে কমবে। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে