শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৪:১৯

আবার কমলো স্বর্ণের দাম

আবার কমলো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : দেশের বাজারে আবার কমলো স্বর্ণের দাম। ভরিতে এবারো এক হাজার ২২৫ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। রুপার দাম কমছে ভরিতে ৫৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ ঘোষণা দেয়। এক মাসের ব্যবধানে আরেক দফা স্বর্ণের দাম কমলো। আজ শনিবার থেকে বিভিন্ন মানের সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ২২৪ টাকা কমানো হয়েছে। এর আগে সর্বশেষ গত ৯ নভেম্বর স্বর্ণের দাম কমানো হয়েছিল। এরপর আজ আরেক দফা কমানো হলো। আজ থেকেই নতুন দামে স্বর্ণ কেনা যাবে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৪১ হাজার ২৯০ টাকা ৫৬ পয়সায় বিক্রি হবে, যা এতদিন ছিল ৪২ হাজার ৫১৫ টাকা ভরি। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৩৯ হাজার ১৯১ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৩২ হাজার ৫৪২ টাকা ৫৬ পয়সায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ২১ হাজার ৪৬২ টাকায় বিক্রি হবে। সোনার দামের পাশাপাশি কমেছে রুপার দামও। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম আগের চেয়ে ৫৮ টাকা কমে আজ থেকে বিক্রি হবে প্রায় ৮৭৫ টাকায়। গত দুই বছর ধরে স্বর্ণের দরে উঠানামা চলছে। বাজুস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪২ হাজার ৫১৫ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৪১৫ এবং ১৮ ক্যারেট ৩৩ হাজার ৪১৭ টাকায় বিক্রি হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২২ হাজার ৬৮৬ টাকা। রুপার ভরি ছিল ৯৩৩ টাকা। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে