শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৯:১০

আমরা ঘরে বসে বসে ডুগডুগি বাজাব এটা হবে না: ওবায়দুল কাদের

আমরা ঘরে বসে বসে ডুগডুগি বাজাব এটা হবে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা দখল-পাল্টাদখলে নেই। জনগণের সাড়া না পেয়ে আন্দোলনে ব্যর্থ হয়ে যাঁরা ঢাকা অচলের হুমকি দিচ্ছেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাঁদের অচল করে দেব।’

গতকাল শুক্রবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে যুবলীগ দোয়া মাহফিল, রক্তদান ও আলোচনাসভার আয়োজন করে।

আগামী বছর থেকে শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আজকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে পালনের দাবি করে আসছে যুবলীগ। আমি দলের জেনারেল সেক্রেটারি হিসেবে ঘোষণা দিচ্ছি, আগামী বছর থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে পালন করা হবে।’

যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র চলছে। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদেরও প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি জনগণের সাড়া পায়নি। তাই নাশকতা-সহিংসতার পথে যাচ্ছে। ঢাকা দখল, দেশ দখলের হুমকি দিচ্ছে। পরিষ্কারভাবে বলতে চাই, আমরা দখল-পাল্টাদখলে নেই। কিন্তু সহিংসতা করলে ছাড় দেব না। আমরা পাড়া, মহল্লায় ঘরে ঘরে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করব। সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্পকে ধূলিস্যাৎ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ের বন্দরে নিয়ে যাব।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট দুই লাখ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল ধানমণ্ডি ৩২ নম্বরে দুস্থ ও অসহায়দের মাঝে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি রিকশা ও ভ্যান বিতরণ করে। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘খবর আছে—বিএনপির সাগরে ঢেউ নেই। মরা গাঙ্গে ঢেউ আসে না। বিএনপির আন্দোলন নেতিবাচক রাজনীতির জন্য মরা গাঙ্গে রূপ নিয়েছে, এই গাঙ্গে আর জোয়ার আসবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০৬ সালের পর থেকে আর ক্ষমতায় আসতে না পারায় বিএনপি এখন ‘উন্মাদের মতো প্রলাপ’ বকতে শুরু করেছে। অক্টোবরে নাকি মাঠ দখল করবে; স্বপ্ন দেখছে, রঙিন স্বপ্ন। ক্ষমতা ফিরে পেতে আবারও রঙিন স্বপ্ন দেখছে, মাঠ দখল করবে। বাংলাদেশ অচল করবে, ঢাকা অচল করবে। তিনি বলেন, ‘আন্দোলন কখন হয়? যখন আন্দোলনের মতো পরিস্থিতি বিরাজমান থাকে। কিন্তু এখন কারো মাঝে অসন্তোষ নেই। কোথাও জনমনে কোনো ক্ষোভ নেই, অশান্তি নেই।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির সদস্যসচিব সুজিত রায় নন্দী। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে