শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫২:৪৭

‘আজিজ মার্কা বিএনপির পছন্দ’

‘আজিজ মার্কা বিএনপির পছন্দ’

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করছে বিএনপি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ৫ সিটি করপোরেশন নির্বাচন করে বিএনপি জয়লাভ করেছিল। এখন আবার এই নির্বাচন কমিশনের বিরোধিতা করছে। বিএনপি কি আজিজ মার্কা নির্বাচন কমিশন চায়? শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে তৎকালীন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ঢাকা-১০ আসনের নির্বাচন জনগণ দেখেছে। আজিজ মার্কা নির্বাচন বাংলাদেশে আর কোনো কমিশন করেছে কিনা সন্দেহ। আজিজ মানসিক বিকারগ্রস্ত বলে মানুষের ধারণা ছিল। বিএনপির পছন্দ আজিজ মার্কা নির্বাচন কমিশন। তিনি বলেন, ৭১টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরই মধ্যেই ৪/৫টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আশা করছি শেষদিন ১৩ ডিসেম্বরের মধ্যে বাকি সবাই প্রত্যাহার করে নেবেন। হানিফ বলেন, আমরা চাই উৎসবমুখর পরিবেশে জনগণের রায় নিয়ে দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে আসুক। কিন্তু একটি বৃহত্তর রাজনৈতিক দল নির্বাচনকে বিতর্কিত করতে কাল্পনিক অভিযোগ করে আসছে। তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিচার হোক এটা জাতি চায়। নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদের পার পাওয়ার কোনা সুযোগ নেই। কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন পৌরসভার প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির অপর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে