শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৪:০৩

শেষ রক্ষাও হলো না দেবর-ভাবীর

শেষ রক্ষাও হলো না দেবর-ভাবীর

নিউজ ডেস্ক : শেষ রক্ষাও হলো না দেবর-ভাবীর। শেষ পর্যন্ত তাদের মনোনয়নপত্র বালিত হয়েছে। কুমিল্লার ৬ পৌরসভায় মেয়র পদে ৩৮ জন প্রার্থীর মধ্যে দেবর-ভাবীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপি, অসম্পূর্ণ আবেদন ও সঠিকভাবে হলফনামা পূরণ না করার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে বিএনপির ১জন, জাতীয় পার্টি (এ) ২জন ও স্বতন্ত্র ৫জন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। কুমিল্লার চৌদ্দগ্রামের বিএনপি প্রার্থী মুহাম্মদ গোলাম রাব্বানী, জাতীয় পার্টির (এ) খোরশেদ আলম ও স্বতন্ত্র পার্থী কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের কর্ম পরিষদ সদস্য শাহাবউদ্দিনের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া লাকসামে জাপা (এ) প্রার্থী মোখলেছুর রহমান ও স্বতন্ত্র গোলাম ফারুক; হোমনার স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক ও তার ভাবী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র হারুনের স্ত্রী খোদেজা বেগম; বরুড়ার স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। পৌরসভা নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। এদিকে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিন দুপুরে ফেনী সদর ও পরশুরাম উপজেলার বিএনপির দুই মেয়র প্রার্থী এবং চাঁদপুরের ছেংগারচর পৌরসভার বিএনপির এক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বালিত হয়েছে। মনোনয়নপত্র বাতিল হয়েছে রাজশাহীর আড়ানি পৌরসভার আওয়ামী লীগ ও বিএনপির তিন মেয়র প্রার্থীর। শনিবার যাচাই-বাছাই শেষে ফেনী সদর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বিএনপি নেতা ফজলুর রহমান বকুল ও পরশুরাম পৌরসভায় মেয়র প্রার্থী যুবদল নেতা মোস্তাফিজুর রহমান মাসুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে জমা দেয়া তথ্যে ‘গরমিল’ থাকার কারণে চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাচাই-বাছাইয়ের প্রথমদিন বাছাই প্রক্রিয়ার মধ্যে দুপুরের আগেই তার মনোনয়নপত্র বাতিলের কথা জানান চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী। সারোয়ারুল আবেদীন সাংবাদিকদের বলেন, আমি মনোনয়নপত্র জমাদানকালে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছি। কোনো ধরনের ভুলত্রুটি ছিল না। এরপরও কেন আমার মনোনয়নপত্র বাতিল হয়েছে তা বোধগম্য নয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান তিনি। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে