শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮, ১০:৩০:৪৫

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ, নির্বাচন পরিস্থিতি বিশ্লেষণে ঢাকায় আসছেন ইইউ

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ, নির্বাচন পরিস্থিতি বিশ্লেষণে ঢাকায় আসছেন ইইউ

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি বিশ্লেষণ করতে ইউরোপিয়ান ইউনিয়নের দুজন নির্বাচন বিশেষজ্ঞ আগামী ২৭ নভেম্বর ঢাকায় আসছেন। এসময় তারা প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়াও তারা পুলিশ মহাপরিদর্শক মোহাম্মাদ জাভেদ পাটোয়ারী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জ্যেষ্ঠ রাজনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্বাচন উপলক্ষে তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া, কয়েকটি দেশের দূতাবাস পর্যবেক্ষক হিসেবে তাদেরকে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে