বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ০৬:০৪:৪৬

বিএনপি আবারো প্রমাণ করলো তারা সন্ত্রাসী দল: ওবায়দুল কাদের

বিএনপি আবারো প্রমাণ করলো তারা সন্ত্রাসী দল: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:  নোয়াখালী ও ফরিদপুরে আওয়ামী লীগের দুই কর্মীকে হত্যার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (১২ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি আবারো প্রমাণ করলো তারা সন্ত্রাসী দল। কানাডার আদালত ভুল কোনো রায় দেয়নি।”

এ সময় তিনি অভিযোগ করে বলেন, “বিএনপি এখনও তাণ্ডব চালাচ্ছে। নোয়াখালীর এওজবালিয়া ইউনিয়নে যুবলীগ কর্মী হানিফ ও ফরিদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আল মামুনকে গতকাল নৃশংসভাবে হত্যা করা হয়েছে।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইঙ্গিত করে কাদের বলেন, “মির্জা ফখরুল সহিংসতা, নাশকতা ও সরকারীদলের নিপীড়নের কথা বলছেন। এই নিপীড়ন কারা করছে? বিরোধীদল হয়ে গতকালের খুন দুটি তো বিএনপিই করেছে। তারা যে আওয়ামী লীগের কর্মীদের হত্যা করেছে এর প্রমাণও আছে। এটি কোনো সাজানো-বানানো কথা নয়।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে