শায়েস্তা খাঁর সেই ভবনটি কি হারিয়ে যাবে?
নিউজ ডেস্ক : ঢাকার শাঁখারী বাজার, হোল্ডিং নম্বর ৬৪ এ দাঁড়িয়ে থাকা এই ভবনের মালিকের নাম বাসুদেব সুর। কয়েক বছর আগে জীর্ণ ভবনটির ছাদ ভেঙে পড়লে বাসিন্দারা তা ছেড়ে চলে যান; এরপর ফাঁকাই ছিল।
শনিবার রাতে ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেন বাসুদেব। পেছনের দিকের কিছু অংশ ভেঙেও ফেলা হয়। এরপর প্রত্নতত্ত্ব বিভাগ খবর পেয়ে ভাঙার কাজ বন্ধ করে।
হেরিটেজ আইন উপেক্ষা করে পুরান ঢাকার শাঁখারী বাজারে ‘তিনশ বছরের’ প্রাচীন একটি ভবন ভাঙার চেষ্টা প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে আপাতত বন্ধ হয়েছে।
হেরিটেজ সংরক্ষণে আন্দোলনকারীরা বলছেন, পূর্ব বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খাঁ আমলে বানানো কয়েকটি ভবনের মধ্যে এটিও একটি, যা সেই সময়ের স্থাপত্য রীতির একটি নিদর্শন।
হেরিটেজ বা ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণে বেশ কয়েক বছর ধরে কাজ করছে আরবান স্টাডি গ্রুপ (ইউএসজি) নামে একটি সংগঠন।
ইউএসজি এর প্রধান নির্বাহী তৈমুর ইসলাম বলেন, ‘আমাদের এ অঞ্চলে যে কয়েকটি মোঘল স্থাপত্য পাওয়া যায় তার মধ্যে একটি হল এই ভবন। এত বছর পরেও ভবনটির স্থাপত্যশৈলী এতটুকু নষ্ট হয়নি। যদিও সম্ভবত ১৮৮৮ সালে টর্নেডোর পর এটি একবার সংস্কার করা হয়েছিল।’
মুঘল আমলের স্থাপত্যশৈলী সম্পর্কে জ্ঞান আহরণে ভবনটি উৎকৃষ্ট বলে মন্তব্য করেন তিনি।
৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ