বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯, ১১:৫৭:২৫

জাফর ইকবালের ওপর হামলা: পুরস্কৃত হচ্ছেন সেই পুলিশ সদস্য

জাফর ইকবালের ওপর হামলা: পুরস্কৃত হচ্ছেন সেই পুলিশ সদস্য

নিউজ ডেস্ক: গত বছরের ৩ মার্চ দেশবরেণ্য লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুর রহমান নামের এক যুবক। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সময়ে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী ফয়জুর মঞ্চে জাফর ইকবালের পেছনে দাঁড়িয়ে থেকে হঠাৎ তাঁর উপর হামলা চালায়।

এ সময় জাফর ইকবালের নিরাপত্তায় তিনজন পুলিশ সদস্য থাকলেও ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায় দুজনই ছিলেন মোবাইল হাতে ব্যস্ত। অন্যজন কনস্টেবল ইব্রাহিম। তিনি হামলাকারী ফয়জুরকে উদ্যত অবস্থায় দেখে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে ইব্রাহিমের হাতে ছুরিকাঘাত করে। এরপর ড. জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুর।

এই হামলার ঘটনার সময় সাহসী ভূমিকার জন্য পুরস্কৃত হচ্ছেন সেই পুলিশ কনস্টেবল মোহাম্মদ ইব্রাহিম ইসলাম।পুলিশ সপ্তাহ উপলক্ষে ইব্রাহিমকে ‘বিপিএম-সাহসিকতা’ দেয়া হচ্ছে। 

সেদিন আহত হওয়া ইব্রাহিম বেশ কয়েকদিন সিলেট বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে আবারো কাজে ফেরেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে