সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ০৯:০৯:২৫

মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনা পর পানির দামে ইন্টারনেট প্যাকেজ বিক্রি শুরু

 মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনা পর পানির দামে ইন্টারনেট প্যাকেজ বিক্রি শুরু

নিউজ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনা পর পানির দামে ইন্টারনেট প্যাকেজ বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় অপারেট টেলিটক। টেলিটকের ওয়েবাসাইটে দেখা যাচ্ছে, টেলিটক বর্ণমালা সিমে এক জিবি ইন্টারনেট দিচ্ছে ২৩ টাকায়, যার মেয়াদ ৭ দিন; এক জিবি ৪৪ টাকায়, মেয়াদ ৩০ দিন এবং ১৭৯ টাকায় ১০ জিবি, মেয়াদ ৩০ দিন।

অন্যদিকে রোববার নিজের ফেসবুক ভ্যারিফাইড আইডিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এক স্ট্যাটাসে জানিয়েছেন, ১ জিবি ডাটা ২১ টাকা মেয়াদ ৭ দিন, ১০ জিবি ডাটা ১৬৯ টাকা মেয়াদ ৩০ দিন-আমাদের টেলিটকে।’

মন্ত্রীর এই ফেসুবক স্ট্যাটাসে অনেকেই খুশি হলেও প্রায় সবাই মন্ত্রীকে টেলিটকের নেটওয়ার্ক সমস্যার কথা জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে