শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:৩৯:১৯

চকবাজারের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যে কোনো সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ

চকবাজারের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যে কোনো সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ

নিউজ ডেস্ক: পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের মহাসচিবের অফিস থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় এই সমবেদনা জানান তিনি।

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘ যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মহাসচিব।

বুধবার (২০ ফেব্রুয়ারি) চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত হন অর্ধশতাধিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে