আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীল দল বিপুল বিজয় অর্জন করেছে।
এতে ১৫টি পদের মধ্যে নীল দল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয়ী হয়েছে।
অপরদিকে সাদাদল পেয়েছে মাত্র একটি পদ।
বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এরপর সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া জানান, সমিতির ১,৯৫০ জন ভোটারের মধ্যে ১,৪৬৬ জন এবার ভোট দিয়েছেন।
আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দল হতে নির্বাচনে সভাপতি পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল পুনঃনির্বাচিত হয়েছেন।
শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৫টি পদের বিপরীতে তিনটি প্যানেল ও স্বতন্ত্রসহ মোট ৩৯ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ