অনলাইন নিবন্ধনের সময় বাড়লো
নিউজ ডেস্ক : অনলাইন গণমাধ্যম নিবন্ধনের শেষ সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত থাকলেও তা আরো এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।
রোববার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদের নির্দেশে এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। শিগগিরই বিষয়টি সরকারি তথ্য বিবরণীতে জানানো হবে।
এর আগে ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের জন্য প্রধান তথ্য কর্মকর্তা বরাবর আবেদনের কথা বলা হয়েছিল। এখন তা বাড়িয়ে নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তথ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনলাইন গণমাধ্যম নিবন্ধনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে ঠিক কত দিন বাড়ানো হবে তা খুব শিগগিরই জানানো হবে।
প্রসঙ্গত, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫- এর খসড়া নিয়ে ১ ডিসেম্বর তথ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাড়াহুড়া করে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের উদ্যোগ নেয়ার সমালোচনা করেন সম্পাদক পরিষদ ও নোয়াব (নিউজ পেপার ওউনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতারা।
১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�