রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:১৮:০৮

পৌর নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

 পৌর নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক : সংশোধিত পৌরসভা নির্বাচন বিধিমালা ১৯-এর ২, ৩, ৪ ও ৫ ধারায় ত্রুটি থাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্দসহ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। রোববার অ্যাডভোকেট জুলফিকার আলীর পক্ষে ব্যারিস্টার এহসানুর রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। ব্যারিস্টার এহসানুর রহমান গণমাধ্যমকে জানান, নির্বাচনী তফসিলে ত্রুটি থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে পৌরসভা নির্বাচন বিধিমালা সংশোধনের নির্দেশনা চাওয়া হয়েছে। বিধিমালায় থাকা ত্রুটি সংশোধন না করা পর্যন্ত নির্বাচনের সব কার্যিক্রম স্থগিত চাওয়া হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, উপ-সচিব, আইন সচিব ও স্থানীয় সরকার সচিবকে বিবাদী করা হয়েছে। আগামীকাল রিট আবেদনটির ওপর হাইকোর্টে শুনানি হতে পারে। প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় ভোটগ্রহণের কথা রয়েছে। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে