সোমবার, ১৭ জুন, ২০১৯, ০৩:৫০:৪৮

এবারের ফাজিল ও কামিল পরীক্ষার ফল প্রকাশ

এবারের ফাজিল ও কামিল পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) ২য় বর্ষ (অনিয়মিত) ও ৩য় বর্ষ পরীক্ষার (২০১৭) ফলাফল প্রকাশিত হয়েছে। একই সঙ্গে কামিল (স্নাতকোত্তর) ২য় পর্ব (অনিয়মিত) পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

জানা যায়, এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ১২৭৮টি মাদরাসার ফাজিল পরীক্ষা ২৯২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ফাজিল (স্নাতক) ২য় বর্ষে (অনিয়মিত) মোট পরীক্ষার্থী ছিলেন ৪ হাজার ৬৫৬ জন। এর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৭২২ জন। পাসের হার ৮৪ দশমিক ১৯ শতাংশ। ফাজিল (স্নাতক) ৩য় বর্ষে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজার ৯২১ জন। পাস করেছেন ৪৪ হাজার ৪৩৫ জন শিক্ষার্থীর। পাসের হার ৯৮ দশমিক ১০ শতাংশ।

এ বছর কামিল (স্নাতকোত্তর) ২য় পর্ব (অনিয়মিত) পরীক্ষা দেশের ২১৫টি মাদরাসার ১৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কামিলে মোট পরীক্ষার্থী ৯৯৫ জন। পাসের সংখ্যা ৮৫১ জন। পাসের হার ৮৯ দশমিক ২০ শতাংশ।

ফালাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী । বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুর লতিফ ও ধর্মতত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, সিনিয়র অধ্যাপক এমতাজ হোসেন, আইআইইআর’র পরিচালক অধ্যাপক মেহের আলী, সাবেক প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন। পরীক্ষার ফলাফল ও সকল প্রকার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd পাওয়া যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে