রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ১২:২৫:৫৭

সাভারে গরু বোঝাই ট্রলার ডুবি, ১০ গরুর মৃত্যু

সাভারে গরু বোঝাই ট্রলার ডুবি, ১০ গরুর মৃত্যু

নিউজ ডেস্ক : সাভারের উলাইল এলাকায় বংশী নদীতে শনিবার দুপুরে গরু বোঝাই ট্রলার ডুবে ১০ গরুর মৃত্যু হয়েছে। এতে ট্রলারে থাকা বাকি গরু নিয়ে ট্রলারের মাঝি ও ব্যাপারীরা সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জের সিংগাইর থেকে একটি ট্রলারযোগে ৪০টি গরু নিয়ে গাবতলী পশুর হাটে যাচ্ছিলেন কয়েকজন ব্যাপারী। গরু বোঝাই ট্রলারটি বংশী নদীর উলাইল এলাকায় পৌছলে সেটি উল্টে গিয়ে পানিতে ডুবে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, দুর্ঘটনার পর বাকী গরুগুলো নিয়ে ব্যাপারীদের অন্য একটি ট্রলারযোগে হাটে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে