প্রধানমন্ত্রীর কাছে একটি তদবির
ঢাকা : মহান বিজয় দিবসের ৪৩তম বার্ষিকীতে মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারীদের জন্য আপনি যদি অ্যাফারমেটিভ অ্যাকশন (ধভভরৎসধঃরাব ধপঃরড়হ) নীতির ভিত্তিতে চাকরির বয়সসীমা এই মাসেই বাড়ানোর সিদ্ধান্ত দেন তাহলে অতি উত্তম হয়।
শুনেছি ২০১৭ সালের পর সরকারি চাকরিতে কোনো মুক্তিযোদ্ধা অবশিষ্ট থাকবেন না। তাহলে মুক্তিযোদ্ধা সরকারি চাকরিজীবীদের জন্য কিছু করার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। পত্রিকান্তরে জেনেছি সুপ্রিম কোর্টও বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করে সিদ্ধান্ত নিতে বলেছে। সবমিলিয়ে এখনই উপযুক্ত সময়। আর আপনি ছাড়া মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার, মুক্তিযোদ্ধার সন্তান, অসাম্প্রদায়িক রাজনীতি ইত্যাদির সমর্থনে আর কে এত উদার ও সাহসী সিদ্ধান্ত নেবে?
যদি কোনো কারণে সব মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারীর চাকরির বয়সসীমা বাড়ানো এ মাসেই সম্ভব না হয়, তাহলে মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারী যারা স্ব-স্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য দক্ষতা ও সফলতা দেখিয়েছেন এবং শারীরিক ও মানসিকভাবে এখনও যথেষ্ট সক্ষম, অন্তত মুক্তিযোদ্ধা হিসেবে মর্যাদার পাশাপাশি তাদের এই কর্মযোগ্যতার স্বীকৃতি দিয়ে সরকারি চাকরিতে অতিরিক্ত কয়েক বছর দেশ সেবার সুযোগ দিলে আমরা বাধিত থাকব।
কল্পনা করুন, আজ থেকে ৫০ বছর পর একটি উন্নত দেশ হিসেবে এ জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য খুব বড় কোনো স্বীকৃতি দেওয়ার আমরা উদ্যোগ নিলাম। সেদিন এই বাংলাদেশে আমরা কোনো মুক্তিযোদ্ধাকে জীবিত পাব না সেই স্বীকৃতি গ্রহণ করার জন্য। মুক্তিযোদ্ধাদের জন্য তাদের চাকরি জীবনের প্রায় শেষে কিছু করার তাই এখনই সময়। আজ এই বিজয়ের মাসে আপনার কাছে এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এটাই আমাদের বিনীত তদবির।
২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ