বিশ্ব বাজারে বেড়েছে স্বর্ণের দাম
নিউজ ডেস্ক : দীর্ঘদিন পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ডলারের বিনিময় হার কমে আসার পরিপ্রেক্ষিতে এদিন ঊর্ধ্বমুখী হয়ে ওঠে পণ্যটির বাজার। এরই ধারাবাহিকতায় এদিন একই সঙ্গে দাম বেড়েছে রুপা ও প্লাটিনামের।
দরবৃদ্ধিতে শেষ হলেও সপ্তাহজুড়ে পতনের মুখে ছিল মূল্যবান ধাতুর বাজার। ফলে সপ্তাহান্তে স্বর্ণের মোট দরপতনের হার দাঁড়িয়েছে ১ শতাংশে।
নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম বেড়েছে আউন্সে ১৫ ডলার ৪০ সেন্ট।
আগের দিনের তুলনায় পণ্যটির দরবৃদ্ধি পেয়েছে ১.৫ শতাংশ। সর্বশেষ নয় সপ্তাহের মধ্যে আটটিতেই দাম কমেছে মূল্যবান ধাতুটির। এর আগে বৃহস্পতিবার পণ্যটির দাম নেমে আসে ২০০৯ সালের পর সর্বনিম্নে।
অনলাইনভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠান আভাট্রেডের প্রধান পণ্যবাজার বিশ্লেষক নাইম আসলাম জানান, বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা, সামনের দিনগুলোয় স্বর্ণের মূল্যে স্থিতিশীলতা বজায় থাকবে।
বৈশ্বিক প্রবৃদ্ধি শ্লথ করে তোলার পাশাপাশি অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়ানোর মতো প্রচুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এখনো।
উল্লেখ্য, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ই স্বর্ণের চাহিদা থাকে সবচেয়ে বেশি।
স্বর্ণের দরবৃদ্ধির ধারাবাহিকতায় এ দিন একই সঙ্গে দাম বেড়েছে মূল্যবান অন্যান্য ধাতুর। মার্চে সরবরাহ চুক্তিতে শুক্রবার কোমেক্সে রুপার দাম বেড়েছে আউন্সে ৩৯.৩ সেন্ট।
আগের দিনের চেয়ে ২.৯ শতাংশ বেড়ে এ দিন ধাতুটি বিক্রি হয় সর্বশেষ প্রতি আউন্স ১৪ ডলার ১০ সেন্টে। গত সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ১.৫ শতাংশ।
অন্যদিকে কোমেক্সে এ দিন জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্লাটিনামের দাম বেড়েছে আউন্সে ১৬ ডলার ১০ সেন্ট।
দিনব্যাপী লেনদেন শেষে পণ্যটির মূল্য দাঁড়িয়েছে প্রতি আউন্স ৮৬০ ডলার ৮০ সেন্টে, যা আগের দিনের সর্বশেষ মূল্যের তুলনায় ১.৯ শতাংশ বেশি। গত সপ্তাহে পণ্যটির দাম বেড়েছে ২ শতাংশ।
সূত্র: মার্কেট ওয়াচ।
২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ