রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৭:০৩

সরকারের শেষ সুযোগ : হান্নান শাহ

সরকারের শেষ সুযোগ : হান্নান শাহ

ঢাকা : পৌর নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য শেষ সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মহান বিজয় দিবসের আকাঙ্ক্ষা এবং চলমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতা ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। হান্নান শাহ বলেন, এর আগেও দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে সরকারকে আমরা শুধরানোর সুযোগ দিয়েছিলাম। কিন্তু চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল সরকার। এবারো অতীতের নীলনকশার পুনরাবৃত্তি ঘটবে কি না তা এখন দেখার বিষয়। পৌর নির্বাচনকে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সরকার ও নির্বাচন কমিশনকে শেষ সুযোগ দিয়েছে। এসময় তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, এদের মেরুদণ্ড সোজা নয়। কর্তার ইচ্ছায় কর্ম করছে মাত্র। পৌর নির্বাচনে সব রিটার্নিং অফিসারই সরকারের আমলা। তারা শতভাগ সরকারের পক্ষপাতিত্ব করছে। বারবার চুরি করে ভালো মানুষ সাজতে চাচ্ছে তারা। হান্নান শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগের শহরকেন্দ্রিক নির্বাচনে পক্ষপাতিত্ব করে পার পেয়ে গেছে সরকার ও নির্বাচন কমিশন। সাবধান এটা ঢাকা কিংবা গাজীপুর নয়। এখানে চেষ্টা করতে পারেন, কিন্তু সফল হতে পারবেন না। সারাদেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ প্রসঙ্গে তিনি বলেন, কি আশ্চর্য ব্যাপার, প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন তিনিও সেই ভাষায় কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএনপি নেতা ব্যারিস্টার পারভেজ প্রমুখ। ২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে