‘তারা মূর্খ হলে জনগণ ক্ষমা করতো’
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের দিকে তাকালে নৈতিক দিক থেকে পৃথিবীর কোনো দেশের কাছেই গ্রহণযোগ্য হয়নি।
পৌর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের দুটি দিক থাকে- প্রত্যেক ভোটার যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং প্রার্থীরা যেন ব্যক্তিগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করতে পারেন। এ জন্য সরকার বা প্রশাসনের কাছ থেকে অনুমোদন নিতে হয় না। কিন্তু নির্বাচন কমিশন এর একটিও এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি।
এমাজউদ্দীন আহমদ বলেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি যেভাবে চলছে ভোটের দিন কি হবে তা জানি না। তবে এ কথা বলতে পারি, সঠিকভাবে নির্বাচন না হলে জনগণ এর বিচার করবে। কারণ জাতির অসংখ্য চোখ তাকিয়ে আছে নির্বাচনের দিকে।
তিনি বলেন, চূড়ান্ত ব্যর্থতার জন্য তাদের আস্থা হারিয়ে ফেলেছে। তারা মূর্খ হলে জনগণ ক্ষমা করতো। কিন্তু তারা তো অনেক শিক্ষিত!
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহ।
বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএনপি নেতা ব্যারিস্টার পারভেজ প্রমুখ।
২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�