মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯, ১০:০৫:৪৮

ব্যারিস্টার সুমনকে দেড় ঘণ্টা জেরা করলেন ওসি মোয়াজ্জেমের আইনজীবী

ব্যারিস্টার সুমনকে দেড় ঘণ্টা জেরা করলেন ওসি মোয়াজ্জেমের আইনজীবী

নিউজ ডেস্ক : ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের যৌ'ন হয়'রানি সংক্রান্ত বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অভিযোগে দায়ের করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দেড় ঘণ্টা জেরা করেছেন সাবেক ওসি মোয়াজ্জেমের আইনজীবী।

মঙ্গলবার (২০ আগস্ট) তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা ওই মামলায় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আ স সামশ জগলুল হোসেনের আদালতে সুমনকে জেরা করেন আইনজীবী ফারুক আহম্মেদ। 

তার জেরা শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। সাক্ষ্যগ্রহণকালে কারাগারে থাকা আসামি সোনাগাজী মডেল থানার ওসি (প্রত্যাহারকৃত) মোয়াজ্জেম হোসেনকে ট্রাইব্যুনালে কারা কর্তৃপক্ষ হাজির করেন।

গত ২ জুলাই হাইকোর্টে জামিন আবেদন করেন ওসি মোয়াজ্জেম হোসেন। এর আগে ১৭ জুন তাঁর জামিন আবেদন নাকচ করেন সাইবার ট্রাইব্যুনাল। এর আগের দিন ১৬ জুন শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

২০ জুন সাইবার ট্রাইব্যুনালে ওসি মোয়াজ্জেমের পক্ষে কারাগারে ডিভিশন পাওয়ার বিষয়ে আবেদন করা হলে বিচারক ২৪ জুন ওসি মোয়াজ্জেমকে প্রথম শ্রেণির বন্দির (ডিভিশন) সব সুবিধা দেওয়ার নির্দেশ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে