রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৬:০০:১৬

‘আমেরিকার ভিসা পদ্ধতি’

‘আমেরিকার ভিসা পদ্ধতি’

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমেরিকার ভিসা পেতে ফরম পূরণ করা এক মহাযজ্ঞ। এটি সহজে পূরণ করা যায় না। এখানে ১০ বছরের আগের তথ্য দিতে হয়। তিনি বলেন, কার কাছে, কোথায়, কখন দেখা করেছি তা উল্লেখ করতে হয়। এতে করে সহজেই যে কারো পক্ষে তা পূরণ করা সম্ভব হয় না। ফলে দিন দিন ভিসা পদ্ধতিটা কঠিন হয়ে যাচ্ছে। এর আগে অনুষ্ঠানে আমেরিকান অ্যাম্বেসির কনস্যুলার জেনারেল অ্যালিজাবেথ গোল্ড বলেন, ব্যবসায়ীদের জন্য আগের চেয়ে আমেরিকার ভিসা পদ্ধতি অনেক সহজ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের দেখি না, বড় ব্যবসায়ীদের সম্মান করে আসছি। কিন্তু প্রথমে সবাই ছোট উদ্যোক্তা থেকে বড় ব্যবসায়ী হয়। ক্ষুদ্র বলে ব্যাংকও তাদের দিকে তাকায় না। তবে প্রথমে ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো উচিত। মুহিত বলেন, আমাদের দেশের তুলনামূলক গ্রোথ রেট ভালো। ১৯৮৮ সাল থেকে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। তবে এটা গত ১৫ বছর ধরে ৬ দশমিক ৩ শতাংশের মধ্যে রয়েছে, যা ইতিবাচক। যার অবদান ক্ষুদ্র উদ্যোক্তারা। তবে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিল্পায়নেও আগের চেয়ে অনেক এগিয়েছি আমরা। তিনি বলেন, ক্ষমতা পরিবর্তনে দেশের অর্থনীতিতে কিছুটা ধাক্কা লাগে। ক্ষমতা পরিবর্তনের দুই-তিন বছরের মধ্যে অর্থনীতি এক জায়গায় থাকে। নতুন সরকার ক্ষমতায় এলে আগের সরকারের অনেক কিছুই পরিবর্তন করা হয়। ২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে