ঈদে মিলাদুন্নবীর ছুটি একদিন পেছাল
ঢাকা: ২০১৫ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী ২৪ ডিসেম্বর ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি নির্ধারিত ছিল। কিন্তু এই দিনে এবার বড় দিনের ছুটিও পড়েছে। অপরদিকে, গত ১২ ডিসেম্বর দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবী পালনের তারিখ নির্ধারণ করে। সেই হিসাবে আগামী ২৫ ডিসেম্বর সরকারি ছুটি।
সরকারের নির্বাহী আদেশে ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করে রবিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি এগিয়ে আসায় চলতি বছরের ২৩ দিনের সরকারি ছুটির ১৩ দিনই শুক্র-শনিবারে পড়ল।
মহানবী হজরত মুহম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে এই তারিখে ইন্তেকাল করেন তিনি।
মহানবীর জন্ম ও মৃত্যুর দিনটি বিশ্বের মুসলমানরা ঈদ-ই-মিলাদুন্নবী হিসেবে পালন করেন।
২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল