রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪০:৫৮

‘৩০ দিনে ক্লিন গুলিস্তান’

‘৩০ দিনে ক্লিন গুলিস্তান’

নিউজ ডেস্ক : আগামী ৩০ দিনের মধ্যে গুলিস্তান এলাকার ফুটপাত ক্লিন করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে পুনর্বাসন না করা পর্যন্ত হকাররা পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ব্যবসায় করতে পারবেন। রোববার মেয়রের নেতৃত্বে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত গুলিস্তান এলাকায় ফুটপাতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান চালায়। এ সময় গুলিস্তান টিঅ্যান্ডটি সংলগ্ন (পূর্বপাশের) ফুটপাতে নির্মিত দোকানপাট, সুন্দরবন মার্কেটের চারপাশে গড়ে উঠা দোকানপাট ভেঙে দেয়া হয়। ফুলবাড়িয়াস্থ বিআরটিসি বাসস্ট্যান্ডের আশপাশের ফুটপাতজুড়ে গড়ে ওঠা টং দোকানসহ অন্যান্য অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানকালে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস শোয়েব ও মো. মামুনুর রশীদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র সাংবাদিকদের বলেন, গুলিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। প্রতিদিন লাখ লাখ লোক এ পথ দিয়ে চলাচল করে। এ এলাকার ফুটপাত পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন উচ্ছেদ অভিযান পরিচালনাসহ সবকিছু করা হবে। তিনি বলেন, ফুটপাত অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণসহ ব্যবসা পরিচালনার সাথে কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও কতিপয় রাজনৈতিক নেতা সম্পৃক্ত রয়েছে। এদের কাউকে কোনোরকম চাঁদা দেবেন না। নগরীর যত্রতত্র রাজনৈতিক দৃষ্টিকটু ও সৌন্দর্যহানিকর বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন নির্ধারিত ৭২ ঘণ্টার আগেই অপসারণ করা হয়েছে বলে দাবি মেয়রের। ২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে