রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩০:৩৫

সরকার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করলে ফেসবুক কর্তৃপক্ষ যা করবে

সরকার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করলে ফেসবুক কর্তৃপক্ষ যা করবে

আন্তর্জাতিক ডেস্ক : কোনো দেশের সরকার যদি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তবে ব্যবহারকারী তা জানতে পারবেন। ফেসবুক কর্তৃপক্ষ শুধু নোটিফিকেশন দিয়ে ব্যবহারকারীকে জানিয়ে দেবে। এরপর ব্যবহারকারী তার অ্যাকাউন্ট সুরক্ষায় কী ব্যবস্থা নেবে সেটা তার নিজস্ব ব্যাপার। ইন্টারনেটে প্রাইভেসির বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রবাসীর দুশ্চিন্তার মুখে নতুন একটি নোটিফিকেশন সিস্টেম তৈরির ঘোষণা দিয়েছে ফেসবুক। সরকার নিয়ন্ত্রিত কোনো ক্রীড়নক যদি অ্যাকাউন্ট হ্যাক করে তবে নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে জানিয়ে দেবে ফেসবুক। এর অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র বা অন্য যেকোনো দেশের সরকার যদি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তবে ব্যবহারকারী তা জানতে পারবেন। ২০১২ সাল থেকে গুগলে এ ধরনের একটি পদ্ধতি রয়েছে। ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস বলেছেন, সাধারণত এ ধরনের সতর্কবার্তা (নোটিফিকেশন) যারা পেয়ে যান, তাদের অ্যাকাউন্ট ঠিক করা বা সম্ভব হলে এ থেকে পরিত্রাণের চেষ্টা করতে পারেন। সূত্র : দ্য গার্ডিয়ান ২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে