রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ১১:১২:৫৯

‘‌সরকার মনে করে, এ দেশ তাদের একার সম্পত্তি’

‘‌সরকার মনে করে, এ দেশ তাদের একার সম্পত্তি’

কক্সবাজার : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দলীয় প্রতীকে পৌর নির্বাচন ক্ষমতাসীন সরকারের একটি নতুন ষড়যন্ত্র। এ সরকার মনে করে, এ দেশ তাদের একার সম্পত্তি। এ দেশ সবার। রোববার বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা জাতীয় পার্টির (জাপা) সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, বিএনপি ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে রাতারাতি ক্ষমতায় যেতে চায়। তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার নয়। কক্সবাজার জেলা জাপার আহ্বায়ক ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ তারেকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ, জাপা যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, কক্সবাজার নারী আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক, জেলা জাপার সাবেক সভাপতি কবির আহমদ সওদাগর ও কেন্দ্রীয় সদস্য মফিজুর রহমান প্রমুখ। ২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে