বাংলাদেশে পুরুষের চেয়ে নারীরা বেশি বাঁচে
নিউজ ডেস্ক : বাংলাদেশি পুরুষের গড় আয়ু এখন ৬৯ দশমিক ১ বছর। নারীদের গড় আয়ু ৭১ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ বাংলাদেশে নারীদের চেয়ে পুরুষের গড় আয়ু আড়াই বছর কম।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ২০১৪ সালের 'মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটেসটিকস' এর ফলাফলে বাংলাদেশিদের আয়ুষ্কালের এই চিত্র পাওয়া গেছে। নারী-পুরুষ মিলে বাংলাদেশিদের গড় আয়ু এখন ৭০ দশমিক ৭ শতাংশ।
আজ রবিবার এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিবিএস বলছে, পুরুষের চেয়ে নারীর টিকে থাকার ক্ষমতা বেশি থাকায় তারা (নারী) অপেক্ষাকৃত বেশি দিন বাঁচে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার অপরিবর্তিত রয়েছে। ২০১৪ সালে ১ দশমিক ৩৭ শতাংশ হারে জনসংখ্যা বেড়েছে। এর আগের বছরও এই হার একই ছিল। তবে ২০১২ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ।
বিবিএস মহাপরিচালক আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা সচিব শফিকুল আজম। বিশেষ অতিথি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএসের প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক। -বিডি প্রতিদিন
২১ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�