সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৮:২১:৪৯

ইসি যা চায়

ইসি যা চায়

ঢাকা : সরকারদলীয় ও সরকারের যারা আছেন তারা যেন আচরণবিধি সঠিকভাবে পালন করেন এ জন্য সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ। নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সরকার দলীয়রা আইনশৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘন করছেন— এমন অভিযোগের মুখে নির্বাচন কমিশনার সরকার প্রধানকে আচরণবিধির বিষয়টি দেখতে বলেন। শাহ নেওয়াজ বলেন, ‘যারা সরকারে আছেন, তারা অন্যদের চেয়ে বেশি দায়িত্বশীল হবেন এটাই আশা করব। বর্তমানে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে রয়েছেন এবং নির্বাচিত, তাদের অনুরোধ করব— তারা যেন আমাদের সহযোগিতা করেন। এখানে সরকারের ভাবমূর্তির প্রশ্ন আছে। যদিও আমরা নির্বাচন কমিশন আলাদা, তারপরও সরকার থাকা অবস্থায় নির্বাচন করছি। তাই সরকারের ভাবমূর্তির প্রশ্ন উঠবে। সেই কারণে যিনি সরকার প্রধান, তাকেও বলব বিষয়টি দেখার জন্য।’ ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে