বুধবার, ০৯ অক্টোবর, ২০১৯, ১১:১৬:৪২

আমি কোনো অন্যায় করিনি, পদত্যাগের প্রশ্নই আসে না: বুয়েট ভিসি

আমি কোনো অন্যায় করিনি, পদত্যাগের প্রশ্নই আসে না: বুয়েট ভিসি

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বলেছেন, ‘আমি কোনো অন্যায় করিনি, তাই পদত্যাগ করার প্রশ্নই আসে না।’ আজ ৯ অক্টোবর বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের পর এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘ঘটনার পর হল প্রভোস্টরা রাত ৩টার দিকে খবরটি জানার পর তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। সম্প্রতি র‍্যাগিংয়ের বিষয়ে আমরা তদন্ত করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করেছি।’

এ সময় আবরারের জানাজায় উপস্থিত না থাকার বিষয়ে তিনি বলেন, ‘প্রভোস্টসহ সবাইকে জিম্মি করে রাখা হয়েছিল। তাদেরকে বের করতে না পারায় আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়গুলো জানাতে চেষ্টা করি, তাই আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। শিক্ষামন্ত্রী মুম্বাই থাকার কারণে তার সঙ্গে কথা বলতে বাইরে গিয়েছিলাম। তারপর যখন আমি ফিরে আসি তখন দেখি, জানাজা শেষ হয়ে গেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে