সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬:২৩

ওসমান হাদিকে হত্যা ও পরে কী কী ঘটানো হবে, সব পূর্বপরিকল্পিত : নাহিদ ইসলাম

ওসমান হাদিকে হত্যা ও পরে কী কী ঘটানো হবে, সব পূর্বপরিকল্পিত : নাহিদ ইসলাম

এমটিনিউজ২৪ ডেস্ক : ওসমান হাদিকে হত্যা ও পরে বাংলাদেশে কী কী ঘটানো হবে, তার পরিকল্পনা আগেই করা হয়েছিল বলে মন্তব্য করেছন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২২ ডিসেম্বর) সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) উদ্যোগে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, শরিফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কী কী ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে।... আমরা মনে করি আমাদের সবারই এটার পেছনে দায় আছে। আমাদের অনেক বেশি দায় আছে, যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম।

এখন যেটা হচ্ছে, এটা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচনকে একদিকে নিয়ে যাওয়ার জন্যই এ পরিকল্পনা, যোগ করেন তিনি।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দুঃখজনক বলে নাহিদ ইসলাম বলেন, সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে।

নাহিদ বলেন, আরও দুর্ভাগ্যজনক যে যারা এ ঘটনা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো ও ডেইলি স্টারসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে…এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। আমরা আগেই বলেছি এ ঘটনায় সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে, এটা খুবই স্পষ্ট যে কারা সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। কারা সেই রাতে সেখানে গিয়েছে। লেখালেখি করেছে। আমার মনে হয় যে সেটা সরকারের উচিত হবে। আমাদের সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করার জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে