বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ০৬:৫২:৩১

সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিনা ফি তে আবরারের পক্ষে লড়তে চান ব্যারিস্টার সুমন

 সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিনা ফি তে আবরারের পক্ষে লড়তে চান ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক : বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হ'ত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার বিকেলে বারিস্টার সুমন তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে এ ঘোষণা দেন।

তিনি বলেন, আবরাবের পরিবার চাইলে আমি আদালতে বিনা ফি তে আসামিদের শাস্তি নিশ্চিত করতে আইনি লড়াই করবো।

সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, মামলায় তার পরিবার যদি আমার কাছে আসেন আমি সহযোগিতা করার চেষ্টা করবো। এ মামলায় আমি বাদী হওয়ার সুযোগ নেই। আমি আইনজীবী হিসেবে দাঁড়ানোর জন্য যদি কোনোভাবে ওনারা আমাকে চান আমি অবশ্যই থাকবো।

ব্যারিস্টার সুমন আর বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হ'ত্যা মামলায় বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হওয়া লাগবে। তাতে ছাত্রদের যে আশা, দ্রুত আসাসিমেদর ফাঁসি হওয়া, এতে আমার মনে হয় ছাত্ররা অতি অল্প সময়ের মধ্যে বিচার দেখে যেতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে