শনিবার, ১২ জুলাই, ২০২৫, ০৪:৩৬:২৩

বিনা মূল্যে ১৫০০ রোগীকে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

বিনা মূল্যে ১৫০০ রোগীকে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

এমটিনিউজ২৪ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ সেনাবাহিনী ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে ১৫০০ জন অসহায় দুস্থকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।শনিবার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে স্থাপিত মেডিক্যাল ক্যাম্পে এ সেবা কার্যক্রম চলে। 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের সেবায় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের ১৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ১৫০০ জন রোগীকে এখানে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হলো। ১৫০ জন চোখের রোগীকে চশমা দেওয়া হয়।

সেবাগ্রহণকারী আসমা বেগম, দেলোয়ার হোসেন, রোকেয়া সুলতানাসহ অন্যরা বলেন, ‘আমরা অসহায় গরিব মানুষ। শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে পারি না।

বাড়ির কাছে সেনাবাহিনীর এই চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকার হলো। মাঝেমধ্যে এ ধরনের মেডিক্যাল ক্যাম্প চাই।’ 
সেবামূলক মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন বিএ-৫৬৯১ ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ৯৮ সংমিশ্রিত ব্রিগেড। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে