সেনা চায় বিএনপি, সিইসি চায় ‘না’
নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। এর আগে বিকালে সিইসির সঙ্গে দেখা করে বিএনপির প্রতিনিধি দল ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইলে সিইসি সেনা মোতায়েন না করার ব্যাপারে তাদের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
সিইসি বলেন, নির্বাচনের পরিস্থিতি ভালো আছে। আইনশৃঙ্খলা কমিটির বৈঠকেও সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি নেই বলে জানানো হয়েছে। তা ছাড়া নির্বাচন নিয়ে যে খবর আসছে, তাতে ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বলে কমিশন মনে করছে না।
অপর এক প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, সবার জন্য নির্বাচনে সমান সুযোগ রাখা হয়েছে। নির্বাচনের পরিবেশ ভালো আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজে নেমে পড়েছেন। গণমাধ্যমে নির্বাচনে উৎসবমুখর পরিবেশের খবর আসছে। তিনি স্বীকার করেন, কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে। কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।
২৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস