বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ১২:১৫:৩০

পাঁচঘণ্টার সফরে চট্টগ্রামে প্রধানমন্ত্রী

পাঁচঘণ্টার সফরে চট্টগ্রামে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম : চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ নেভাল অ্যাকাডেমির কুচকাওয়াজে যোগ দিতে তিনি চট্টগ্রামে যান। বুধবার সকাল পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে নেভাল অ্যাকাডেমিতে অবতরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বাংলাদেশ নেভাল অ্যাকাডেমির (বিএনএ) প্রশিক্ষণার্থী ক্যাডেটদের সনদপত্র প্রদান ও শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করবেন তিনি। প্রায় পাঁচঘণ্টার এ সফরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালনাধীন চিটাগং ড্রাইডক ইয়ার্ডকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ড্রাইডক ইয়ার্ড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। গত ১০ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্যারেড অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের ভাটিয়ারিতে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে