খালেদাকে ক্ষমা চাইতে হবে : শাজাহান
ঢাকা : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়াকে অবিলম্বে জাতির কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা মহানগর আয়োজিত এক মানববন্ধনে তিনি কথা বলেন।
‘জয় বাংলা স্লোগান জাতীয়করণসহ সকলের জন্য বাধ্যতামুলক করা ও জিন্দাবাদের ব্যবহার নিষিদ্ধের দাবিতে’ এ মানববন্ধনের আয়োজন করা হয়।
খালেদা জিয়াকে ‘পাকিস্তানের চর’ আখ্যায়িত করে তিনি বলেন, জামায়াতকে সাথে নিয়ে তিনি মানুষ খুনের রাজনীতিতে মেতে উঠেছে। তিনি উন্মাদে পরিণত হয়েছেন। তিনি কয়েকজন কুলাঙ্গার সন্তানদের নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রে মেতে উঠেছে।
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশন বাংলাদেশে জঙ্গিদের মদদ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আয়োজক অ্যাড. মশিউর মালিক, আব্দুল খালেক, দয়াল বেলাল শেখ প্রমুখ।
২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ