বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৪:০১

বিশ্বের ৫টির একটি বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিশ্বের ৫টির একটি বাংলাদেশ : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে এগিয়ে যাওয়া ৫টি দেশের মধ্যে একটি বাংলাদেশ, সকল সূচকে প্রতিবেশী অনেক দেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে দেশ। শক্তিশালী নৌবাহিনী প্রতিষ্ঠা করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, আজ দেশের স্বাধীনতা রক্ষায় নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সমুদ্র সম্পদ রক্ষায় ছয় দফাতে ঢাকায় নৌবাহিনী সদর দফতর স্থাপনের দাবি তুলেছিলেন। স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির পিতা একটি শক্তিশালী নৌবাহিনী প্রতিষ্ঠার প্রয়োজন মনে করেছিলেন। সমুদ্র সীমায় দেশকে শত্রুর হাত থেকে মোকাবেলার জন্য একটি শক্তি নৌবাহিনী প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনা বলেন, সমুদ্র পথে বাণিজ্য ছাড়াও সামুদ্রিক সম্পদ রক্ষা, আহরণ এবং বাণিজ্যে ব্যবহার করা নৌবাহিনীর দায়িত্ব। স্বাধীনতা রক্ষায় নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাধীনতা যুদ্ধেও নৌবাহিনীর গৌরবের ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসেও এ বাহিনী মর্যাদার জায়গা করে নিয়েছে। এর আগে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে সকাল পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে