দারুণ সুখবর, হাতিরঝিলে বাস চালু
নিউজ ডেস্ক : যাত্রীদের জন্য দারুণ সুখবর, দীর্ঘ প্রতীক্ষার পর হাতিরঝিলে চালু হয়েছে বাস সার্ভিস। রাজউক ও বাংলাদেশ সেনাবাহিনীর (এসডব্লিউও) উদ্যোগে আজ হাতিরঝিল এলাকায় বাস সার্ভিসের শুভ উদ্বোধন করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার সকালে রাজধানীর হাতিরঝিল প্রকল্পের বেগুনবাড়ি পয়েন্টে এক অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এ বাস সার্ভিস উদ্বোধন করেন।
প্রাথমিক অবস্থায় ২৭ আসনের চারটি সাধারণ বাস নিয়ে এ সার্ভিস চালু হলো। এক মাসের মধ্যে আরো দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস এর সঙ্গে যোগ হবে।
যাত্রী ওঠা-নামার জন্য প্রকল্প এলাকার ১০টি জায়গা নির্ধারণ করা হয়েছে। টিকিট পাওয়া যাবে রামপুরা, মধুবাগ, এফডিসি মোড়, বৌবাজার, শুটিং ক্লাব ও মেরুল বাড্ডার ছয়টি কাউন্টারে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের হাতিরঝিল প্রকল্পের পরিচালক জামাল আক্তার ভূঁইয়া বলেন, বাসের ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। বাস ছাড়বে রামপুরা ব্রিজের গোড়া থেকে।
তিনি বলেন, সেখান থেকে মহানগর প্রজেক্ট ও মধুবাগ হয়ে হয়ে এফডিসি ক্রসিং পর্যন্ত ভাড়া ১৫ টাকা। এফডিসি ক্রসিং থেকে বেগুনবাড়ি, কুনিপাড়া, পুলিশ প্লাজা এবং মেরুল বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত একই ভাড়া কার্যকর হবে।
জামাল আক্তার ভূঁইয়া বলেন, যদি কোনো যাত্রী রামপুরা ব্রিজ থেকে বৃত্তাকার পথ ঘুরে আবার রামপুরায় যেতে চান, তাহলে তাকে ৩০ টাকা দিতে হবে। সকাল সাতটা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত এ বাস সার্ভিস চালু থাকবে।
তিনি বলেন, হাতিরঝিল প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ছিল রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগ সহজ করা। কিন্তু ২০১৩ সালের ২ জানুয়ারি প্রকল্পটি উদ্বোধনের পর প্রায় তিন বছর ধরে প্রকল্প এলাকার দুপাশের ১৬ কিলোমিটার রাস্তায় কোনো বাস অথবা মিনিবাস চলাচলের অনুমতি ছিল না।
এতে তেজগাঁও, গুলশান, বাড্ডা, বনশ্রী, রামপুরা, নিকেতন, মধুবাগ, মহানগর প্রজেক্ট, উলন এবং মগবাজার এলাকায় বসবাসরত লোকজন ও যাত্রীদের দুর্ভোগ ছিল নিত্যদিনের।
উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী বলেন, হাতিরঝিল হবে ঢাকাবাসীর আনন্দ আয়োজনের কেন্দ্রস্থল। ধীরে ধীরে গুলশান, বনানী ও বারিধারা লেককেও হাতিরঝিলের সঙ্গে সংযুক্ত করা হবে।
তিনি বলেন, নির্মাণ করা হবে বেশকিছু দৃষ্টিনন্দন সেতু, অপেরা হাউস, এম্ফিথিয়েটারসহ ফোয়ারা এবং ভাসমান রেস্তোরাঁ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগে রামপুরা থেকে কারওয়ানবাজার যেতে ৪০ মিনিটের বেশি লাগতো। এখন বাসে করে ১০ মিনিটেই সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ এবং পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার গোলাম ফারুক।
২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�