সোনা পাচারে বিউটি পার্লারের মেয়েরা
ঢাকা : সোনা চোরাকারবারী বন্ধ হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কয়েকদিন পর পর আটক হচ্ছে সোনা। সোনা পাচারে নেমেছেন বিউটি পার্লারের মেয়েরাও। আজ আটক চারজনের মধ্যে দুজন বিউটি পার্লারের মেয়ে রয়েছেন।
প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১২৫টি স্বর্ণের বারসহ চারজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার দুপুরে তাদের আটক করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান।
আটককৃতদের মধ্যে দুজন নারী রয়েছেন। এরা হলেন আনোয়ারা বেগম (৩০), নাহিদা ফারজানা মনি (২৫), আনোয়ার পারভেজ (২৫) ও ওসমান সোহেল (২৯)।
এদের মধ্যে আনোয়ারা ও ফারজানার কাছে মোট সাড়ে ১৪ কেজি ওজনের ১২৫টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা বলে বলে জানান মঈনুল।
তিনি জানান, বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি (বিজি ০৪৬) কুয়েত থেকে চট্টগ্রাম হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুই নারী চট্টগ্রাম থেকে বিমানে উঠেন। আনোয়ার ও ওসমান কুয়েত থেকে আসেন।
তিনি বলেন, কুয়েত ফেরত দুই যুবকই সম্ভবত সোনার বার নিয়ে এসেছিল। আটক এড়াতে ওই দুই নারীকে ব্যবহার করেন তারা। বারগুলো নারীরা তাদের কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রেখেছিলেন। আনোয়ারা ও নাহিদা চট্টগ্রামের একটি বিউটি পার্লারের কর্মচারী বলে জানা গেছে।
২৩ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�