অবশেষে ঢাকা ছাড়লেন কূটনীতিক ফারিনা
নিউজ ডেস্ক : অবশেষে ঢাকা ছাড়লেন পাকিস্তানের বিতর্কিত কূটনীতিক ফারিনা আরশাদ। তার বিরুদ্ধে বাংলাদেশে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ফারিনা আরশাদ ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা থেকে তাকে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।
বুধবার দুপুরে বিমানযোগে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
ফারিনা আরশাদের নামে ‘জঙ্গি যোগসাজশের’ খবর বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশের পর তার প্রতিবাদ জানায় পাকিস্তান হাইকমিশন।
কূটনীতিক ফারিনা আরশাদের জঙ্গি ‘যোগসাজশের’ ভিত্তিহীন খবরের জন্য বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দায়ী করে বার্তা পাঠায়।
প্রতিবাদ লিপিতে বলা হয়, কাহিনীটি গণমাধ্যমে ফাঁস করেছে পুলিশের গোয়েন্দা শাখা।
এদিকে জঙ্গিদের অর্থায়নে জড়িত সন্দেহে গত জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের মাযহার খান নামের এক কর্মকর্তাকে বহিষ্কার করা হয়।
২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�