শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ০৪:৩৪:১৫

ঘণ্টা বাজিয়ে ইডেন টেস্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঘণ্টা বাজিয়ে ইডেন টেস্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচের আয়োজনে অংশ নিতে আজ সকালেই ঢাকা থেকে কলকাতায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে ইডেন গার্ডেনসের এই টেস্টের উদ্বোধন। এ সময় তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ইডেন গার্ডেনসের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এসময় তাদের পাশেই ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এছাড়া ভারতীয় ক্রিকেটের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে এ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের বদলে সুযোগ পেয়েছেন ডানহাতি অফস্পিনার নাইম হাসান ও পেসার আল আমিন হোসেন। কোনো পরিবর্তন আসেনি ভারতের একাদশে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে