বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩৮:৪৪

খালেদা জিয়াকে লিগ্যাল নোটিশ

খালেদা জিয়াকে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে খালেদা জিয়া তার বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে মামলা করা হবে। সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী ডাকযোগে গতকাল বিএনপির নয়া পল্টন ও গুলশান কার্যালয় বরাবর এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, গত ২২শে ডিসেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত ওই প্রতিবেদনে বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সভায় খালেদা জিয়া বলেছেন, ‘আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল নয়। তারা শুধু মুক্তিযুদ্ধের কথা বলে, তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নেই, যারা আছেন সবাই ভুয়া। তাদের দেশের প্রতি কোনো মায়া নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া আরও বলেন, ‘তিনি স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ চাননি। নোটিশে এসব বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। -মানবজমিন ২৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে