বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৭:০৪

ইসির বরাদ্দ ৫৫ কোটি, পুলিশ চায় ৬৮

ইসির বরাদ্দ ৫৫ কোটি, পুলিশ চায় ৬৮

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৭৩ হাজার ৭৮০ জন পুলিশ সদস্যের জন্য নির্বাচন কমিশন ৫৫ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে পুলিশ পাঁচটি খাতে মোট ৬৮ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে। এর মধ্যে ৮ কোটি ৯৫ লাখ টাকা গোয়েন্দাদের জন্য। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থমঞ্জুর করার জন্যে নির্বাচন কমিশন সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পৌরসভায় ৭৩ হাজার ৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবে। তাদের ভাতা বাবদ প্রায় ১১ কোটি ৪২ লাখ টাকা, যানবাহন বাবদ ৩৬ কোটি ১২ লাখ টাকা, অন্যান্য বয় ৬ কোটি ৫০ লাখ টাকা, শুকনো খাবার ৫ কোটি ৫৮ লাখ টাকা এবং গোয়েন্দা কার্যাক্রমে ৮ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব রয়েছে। ইসির বাজেট শাখার একজন কর্মকর্তা জানান, তাদের কাছে পুলিশের অর্থ বরাদ্দের চাহিদা এসেছে। বিজিবি, কোস্টগার্ড ও আনসার কয়েকদিনের মধ্যে পাঠাবে। তারা যে দাবিই করুক না কেন ইসি বিবেচনা করে নির্দিষ্ট বরাদ্দ দেবে। কারণ, আইন শৃঙ্খলায় ইসির বরাদ্দ রয়েছে ৫৫ কোটি টাকা। এর বাইরে কমিশন যাবে না । ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে