বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১০:১১:৪৫

হাজিগঞ্জে মামলার জটে বিএনপি প্রার্থীরা

হাজিগঞ্জে মামলার জটে বিএনপি প্রার্থীরা

চাঁদপুর: চাঁদপুরের হাজিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থক ৯ জন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ৩৩টি মামলা রয়েছে। এদের মধ্যে একজন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ১৩টি মামলা। নির্বাচন কমিশনে জমা দেয়া প্রার্থীদের হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা বলেন, ‘সরকার বিরোধী আন্দোলনে হাজীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ১০১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলাগুলোর মধ্যে বেশিরভাগ নেতাকর্মীদের হয়রানির জন্য রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। বর্তমানে অধিকাংশ নেতাকর্মী জামিনে রয়েছেন।’ হলফনামায় দেয়া মামলার বিবরণ অনুযায়ী সরকারি কাজে বাধাদান, নাশকতা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে। শুধু একজন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক মামলার পাশাপাশি দুটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। হাজীগঞ্জ পৌর নির্বাচনে এবার সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন, মেয়র পদে ৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে