সোমবার, ০২ ডিসেম্বর, ২০১৯, ০১:২০:১১

সিঁড়িতে বসেই ক্লাস নিচ্ছেন ঢাবির সেই শিক্ষক

সিঁড়িতে বসেই ক্লাস নিচ্ছেন ঢাবির সেই শিক্ষক

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বাধ্যতামূলক ছুটির পর ক্লাসে ফিরতে না পারলেও সিঁড়িতে বসেই ক্লাস নেয়া শুরু করেছেন অর্থনীতি বিভাগের সেই সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদী।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সিঁড়িতে ক্লাস নেন তিনি। তার ক্লাসে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ছাত্র ইউনিয়নের উদ্যোগে এই ক্লাসের আয়োজন করা হয় বলে জানা গেছে।

সহকর্মীদের সঙ্গে ‘দুর্ব্যবহার ও অশিক্ষকসুলভ আচারণের’ অভিযোগে ২০১৭ সালে রুশাদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এর আগেও তার বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে একই ব্যবস্থা নেয়া হয়েছিল।

এর এক সপ্তাহের মাথায় ১৯ জুলাই সিন্ডিকেটের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন তিনি। এরপর চলতি বছরের ২৫ আগস্ট বাধ্যতামূলক ছুটির বিষয়টি অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

তা সত্ত্বেও বিভাগে ফিরতে না পেরে ২৭ নভেম্বর থেকে একাই আন্দোলন শুরু করেন রুশাদ ফরিদী। ওইদিন ফেসবুকে ‘আমি শিক্ষক, আমাকে ক্লাসে ফিরে যেতে দিন’ লেখাসংবলিত একটি ছবি পোস্ট করে কর্মসূচি শুরু করেন তিনি।

চলমান প্রতিবাদের অংশ হিসেবেই সিঁড়িতে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন এই অধ্যাপক। রুশাদ ফরিদী বলেন, ‘আসলে ক্লাস নেয়ার প্রস্তাব শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে। আমাকে একটা ক্লাসও নিতে দেয়া হচ্ছে না, সেজন্য এই ব্যবস্থা। শিক্ষার্থীরা যদি চান, তাহলে এ ধারা অব্যাহত থাকবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে